ভুল দেশে জন্ম নিয়েছেন স্যার?
শুধু মাত্র বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকার কারনে কি এই বিদ্বেষ।
বঙ্গবন্ধু বিহিন এ রাষ্ট্র আপনার নয়।
আপনার অগোছালো চুল জৌলুশ হীন চেহারা
অতিপূরনো জীর্ণ পোষাক আধুনিক এ রাষ্ট্রের সাথে বড়ই বেমানান?
স্বাধীনতা যুদ্ধে নিজের জীবন বাজি রেখে মুক্তি সেনাদের জন্য গড়েছিলেন চিকিৎসা ক্যাম্প,,
সেগুলো এখন কেবল ইতিহাস, এ প্রজন্মের কাছে আপনার পরিচয় আপনি আওয়ামী বিরোধী?
বঙ্গবন্ধুর অবর্তমানে আপনাকে বা আপনার সৃষ্টিকে নিয়ে মাথা ঘামানোর সময় এ রাষ্ট্রের নেই।
বুড়ো বয়সে হার না মানা শরীর নিয়ে করোনা সনাক্তের কীট আবিষ্কার করায় রাষ্ট্র আজ আপনাকে এবং আপনার প্রতিষ্ঠান কে মাথায় তুলে রাখার কথা
কিন্তু আপনার পরিচয় যে আপনি খালেদা জিয়ার উপদেষ্টা, এখানে সরকারের মন্ত্রী কিংবা কর্মকর্তা উপস্থিতি বড়ই বেমানান।
তবে সৌভাগ্য আপনার মৃত্যুর পর বঙ্গবন্ধুর কাছে নালিশ করে বলতে পারবেন বঙ্গবন্ধু বৈষম্যহীন যে রাষ্ট্রের জন্য আপনি স্বাধীনতার ডাক দিয়েছিলেন সে রাষ্ট্র এখন কেবলই চাটুকার তৈলবাজ আর দলকানাদের দখলে।
আপনার অগোছালো চুল জৌলুশ হীন চেহারা
অতিপূরনো জীর্ণ পোষাক আধুনিক এ রাষ্ট্রের সাথে বড়ই বেমানান?
স্বাধীনতা যুদ্ধে নিজের জীবন বাজি রেখে মুক্তি সেনাদের জন্য গড়েছিলেন চিকিৎসা ক্যাম্প,,
সেগুলো এখন কেবল ইতিহাস, এ প্রজন্মের কাছে আপনার পরিচয় আপনি আওয়ামী বিরোধী?
বঙ্গবন্ধুর অবর্তমানে আপনাকে বা আপনার সৃষ্টিকে নিয়ে মাথা ঘামানোর সময় এ রাষ্ট্রের নেই।
বুড়ো বয়সে হার না মানা শরীর নিয়ে করোনা সনাক্তের কীট আবিষ্কার করায় রাষ্ট্র আজ আপনাকে এবং আপনার প্রতিষ্ঠান কে মাথায় তুলে রাখার কথা
কিন্তু আপনার পরিচয় যে আপনি খালেদা জিয়ার উপদেষ্টা, এখানে সরকারের মন্ত্রী কিংবা কর্মকর্তা উপস্থিতি বড়ই বেমানান।
তবে সৌভাগ্য আপনার মৃত্যুর পর বঙ্গবন্ধুর কাছে নালিশ করে বলতে পারবেন বঙ্গবন্ধু বৈষম্যহীন যে রাষ্ট্রের জন্য আপনি স্বাধীনতার ডাক দিয়েছিলেন সে রাষ্ট্র এখন কেবলই চাটুকার তৈলবাজ আর দলকানাদের দখলে।
No comments:
Post a Comment
Thanks for your comment.