Monday, 11 May 2020
Friday, 1 May 2020
Thursday, 30 April 2020
Filipino 3rd officer missing from crude oil tanker
Filipino 3rd officer goes missing from crude oil tanker
Filipino 3rd officer Cristito M. Acosta (23 yrs), is missing at sea since April 23, 2020. He was onboard the crude oil tanker Jiaolong Spirit, Flag: Bahamas (Teekay Shipping).
According to a post by his family, the 3rd Officer did not report to the bridge for duty at 8 pm. The chief officer made several calls and as there was no response he alerted everyone on board and decided to check Cristito's cabin. They found the 3rd officer missing.
The US Navy and Helicopter conducted SAR operation and unfortunately, they could not find Cristito. The ships in the vicinity were informed to keep a sharp lookout. Since the SAR team could not locate the missing officer the SAR operation was called off.
Further investigation will be conducted on May 16 when the ship arrives in South Africa. The ship is sailing from Texas to S. Africa.
The family and relatives of 3rd Officer Cristito are hoping that he is still alive.
Rishi Kapoor (4 September 1952 – 30 April 2020) #RIP
Born |
Rishi Raj Kapoor
4 September 1952
Bombay, Maharashtra, India
|
---|---|
Died | 30 April 2020 (aged 67)
Mumbai, Maharashtra, India
|
Occupation | Actor |
Years active | 1970–2020 |
Spouse(s) |
Neetu Singh (m. 1980)
|
Children | 2, including Ranbir Kapoor |
Relatives | Kapoor family |
Rishi
Kapoor (4 September 1952 – 30 April 2020) was an Indian actor known
for his work in Hindi
cinema. He
received the National Film Award for
Best Child Artist for
his debut role in his father Raj Kapoor's 1970 film Mera Naam Joker.He had his first
lead role as an adult, opposite Dimple Kapadia, in the teen romance Bobby (1973), which won him the Film fare Award for Best Actor.
Leading roles (Before
2000)
Kapoor's first on-screen appearance was a cameo at around age
three, in the song "Pyar Hua, Iqrar Hua Hai",[16] in
his father Raj Kapoor's film Shree 420.He debuted in Raj
Kapoor's 1970 film Mera Naam Joker, portraying the childhood of the
latter's character.[19][6] He played his first leading role,
opposite Dimple Kapadia, in the 1973 film Bobby, also directed
by his father. About the making of Bobby, he said in a 2012
interview, "There was a misconception that the film was made to launch me
as an actor. The film was actually made to pay the debts of Mera Naam
Joker. Dad wanted to make a teenage love story and he did not have money to
cast Rajesh Khanna in the film".The film went on to become one
of the decade's biggest hits in India,[and earned him the Film fare Best
Actor Award. He starred in several light-hearted comedies in the 1970s—Rafoo
Chakkar (1975) with Neetu Singh, Amar Akbar Anthony (1977)
with Amitabh Bachchan, and Khel Khel Mein (1975)
and Hum Kisise Kum Naheen (1977) with Zeenat Aman—among
others.He worked with Neetu Singh, who he married in 1980, for the first
time in Zahreela Insaan (1974); the couple went on to share
the screen in multiple projects including Kabhi Kabhi (1976)
and Doosra Aadmi (1976).
Kapoor took up more diverse roles in the 1980s; he starred
in Subhash Ghai's reincarnation thriller Karz (1980),
which failed at the box office but went on to become a cult classic, and played
a man forced by customs to marry his widowed sister-in-law in the 1986
drama Ek Chadar Maili Si, adapted from Rajendra Singh Bedi's
novella of the same name.
Kapoor's other film roles, mainly as the romantic lead, between
1973 and 2000, included Raaja (1975), Laila Majnu (1976), Sargam (1979), Prem
Rog (1982), Coolie (1983),Saagar (1985), Chandni (1989), Bol
Radha Bol (1992), Damini (1993), and Karobaar (2000).
Kapoor debuted as director in Aa Ab Laut Chalen (1999).
Supporting actor (After 2000)
Kapoor felicitated by Col. Rajyavardhan Singh Rathore and General
V. K. Singh at the inauguration of the BRICS Film Festival.
Kapoor successfully transitioned to character acting in the early
2000s, and went on to appear in several successful films in supporting roles,
including as an antagonist in Agneepath (2012), and a gay character in Student
of the Year (2012).He won the Filmfare Critics Award for Best Actor for playing
a middle-aged father trying to buy his own car in Do Dooni Chaar (2011); he
also bagged a Filmfare Best Supporting Actor Award for his work in Kapoor &
Sons (2016).
His character roles in the 2000s included Hum Tum (2004), Fanaa
(2006), Namastey London (2007), Love Aaj Kal (2009), and Delhi 6 (2009).
He portrayed real-life mobster Dawood Ibrahim in D–Day (2013).
In 2018, he appeared in the Netflix drama Rajma Chawal. He also
starred in 102 Not Out, playing a 76-year-old son of Amitabh Bachchan's
character; the two were reunited onscreen after more than two decades. His work
in Mulk was well-received.
In 2019, his two films were released Jhootha Kahin Ka a
comedy-drama film directed by Smeep Kang and The Body with Emraan Hashmi, a
mystery thriller film written and directed by Jeethu Joseph, which was released
on 13 December 2019. The Body was his last release. Sharmaji Namkeen directed
by Hitesh Bhatia, with Juhi Chawla was under production at the time of his
death.
Wednesday, 29 April 2020
IRRFAN KHAN'S WIFE SUTAPA PENS HEARTFELT NOTE TO WELL-WISHERS, SAYS SHE MEASURED PAST YEAR IN 'PAIN AND HOPE'
Irrfan Khan's wife Sutapa pens
heartfelt note to well-wishers, says she measured past year in 'pain and hope'
Longest year of our life . Time was never measured with pain and hope at the same time ever.while we take our babysteps back to work,to life I am submerged in prayers wishes and faith from friends relatives strangers and a connection with universe which gives us a small chance for this new start. It seems unbelievable …never ever I realized the meaning of the word unpredictable so well…never ever I could feel peoples wishes on my bones my breath my heartbeat which helped me to stay focused and kicking.. i cant take names because there are names and there are names I don’t even know who played angels. Sorry for not been able to answer individually but I know what you mean to us.
I don’t see beyond one day and that day is today where everything seems fine. For today we go back to work.and the dance and song of life continues.
Thank you for believing in your prayers.
I don’t see beyond one day and that day is today where everything seems fine. For today we go back to work.and the dance and song of life continues.
Thank you for believing in your prayers.
Tuesday, 28 April 2020
জামিলুর রেজা চৌধুরী একজন অসাধারণ মানুষ Muhammad Yunus
২৮ এপ্রিল, ২০২০
ঘুম থেকে উঠে এরকম একটা মহা দুঃসংবাদ পাবো চিন্তাই করিনি। এই দুঃসংবাদের আকস্মিকতায় এবং গুরুত্বে আমি সম্পূর্ণ নিথর। জামিলুর রেজা চৌধুরী আমার দীর্ঘদিনের বন্ধু। তিনি আমার কর্মকাণ্ডের সঙ্গে সব সময় জড়িত থাকতেন। আজ দুপুর বারোটায় তাঁর সভাপতিত্বে আমাদের একটা টেলিফোন-মিটিং হবার কথা। গতকাল আমরা তার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আজ তিনি নেই।
জামিলুর রেজা চৌধুরী একজন অসাধারণ মানুষ। যেকোনো কঠিন বিষয়কে তিনি দ্রুত হৃদয়ঙ্গম করে তার উপর অত্যন্ত সুন্দর পরামর্শ দিতে পারতেন। স্থাপত্য বিষয়ে তাঁর জ্ঞানের গভীরতা অতুলনীয়। ব্যক্তিগত জীবনে তাঁর সততা প্রশ্নাতীত। যে কোনো দেশের জন্য তিনি সর্বোচ্চ ব্যক্তিদের একজন হতে পারতেন। আমাদের পরম দুর্ভাগ্য যে এরকম একজন লোক আমরা আজ হারালাম।
আমার দুঃখ আমি আমার একজন নিকটতম বন্ধুকে হারালাম। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানানোর ভাষা আমার নেই।
মহান আল্লাহ তাঁকে চির শান্তিতে রাখুন।
Muhammad Yunus
৷৷৷ মহা মূল্যবান উপদেশ।।।
৷৷৷ মহা মূল্যবান উপদেশ।।।
৩টি জিনিসের উপর ভরসা করা ঠিক নয়।
১| নদীর পাড়ের বাড়ি
২। ব্রেক ছাড়া গাড়ি
৩। ঘর ছাড়া নারী।
তিনটি জিনিস একবার আসেঃ
(১) মাতা-পিতা
(২) সৌন্দর্য্য
(৩) যৌবন।
তিনটি জিনিস
ফিরিয়ে আনা যায়নাঃ
(১) বন্দুকের গুলি
(২) কথা
(৩) রূহ।
তিনটি জিনিস মৃত্যুর পর উপকারে আসেঃ
(১)সু-সন্তান
(২)ভাল কাজ
(৩) ইলম।
তিনটি জিনিস সম্মান নষ্ট করেঃ
(১)চুরি
(২)চোগলখুরী
(৩)মিথ্যা।
তিনটি জিনিস
পিছনেতে রাখোঃ
(১)হিংসা
(২)অভাব
(৩)সন্দেহ।
তিনটি জিনিসকে সর্বদা মনে রেখঃ
(১) উপদেশ
(২) উপকার
(৩) মৃত্যু।
তিনটি জিনিস কে আয়ত্বে রেখঃ
(১) রাগ
(২) জিহবা
(৩) মন।
তিনটি জিনিস অভ্যাস করঃ
(১) সততা
(২) ভক্তি
(৩) ভালোবাসা
তিনটি জিনিস থেকে দূরে থেকঃ
(১) মিথ্যা
(২) অহংকার
(৩) অভিশাপ।
তিনটি জিনিসকে চিন্তা করে ব্যবহার করঃ
(১) কলম
(২) কথা
(৩) কদম
‘দয়া করে মূল্যবান পোষ্টটা পড়া শেষ হলে
শেয়ার করুন’
এবং সকল কে জানার ও শিক্ষার সুযোগ করে
দিন ।
৩টি জিনিসের উপর ভরসা করা ঠিক নয়।
১| নদীর পাড়ের বাড়ি
২। ব্রেক ছাড়া গাড়ি
৩। ঘর ছাড়া নারী।
তিনটি জিনিস একবার আসেঃ
(১) মাতা-পিতা
(২) সৌন্দর্য্য
(৩) যৌবন।
তিনটি জিনিস
ফিরিয়ে আনা যায়নাঃ
(১) বন্দুকের গুলি
(২) কথা
(৩) রূহ।
তিনটি জিনিস মৃত্যুর পর উপকারে আসেঃ
(১)সু-সন্তান
(২)ভাল কাজ
(৩) ইলম।
তিনটি জিনিস সম্মান নষ্ট করেঃ
(১)চুরি
(২)চোগলখুরী
(৩)মিথ্যা।
তিনটি জিনিস
পিছনেতে রাখোঃ
(১)হিংসা
(২)অভাব
(৩)সন্দেহ।
তিনটি জিনিসকে সর্বদা মনে রেখঃ
(১) উপদেশ
(২) উপকার
(৩) মৃত্যু।
তিনটি জিনিস কে আয়ত্বে রেখঃ
(১) রাগ
(২) জিহবা
(৩) মন।
তিনটি জিনিস অভ্যাস করঃ
(১) সততা
(২) ভক্তি
(৩) ভালোবাসা
তিনটি জিনিস থেকে দূরে থেকঃ
(১) মিথ্যা
(২) অহংকার
(৩) অভিশাপ।
তিনটি জিনিসকে চিন্তা করে ব্যবহার করঃ
(১) কলম
(২) কথা
(৩) কদম
‘দয়া করে মূল্যবান পোষ্টটা পড়া শেষ হলে
শেয়ার করুন’
এবং সকল কে জানার ও শিক্ষার সুযোগ করে
দিন ।
Monday, 27 April 2020
জাফর' লিখে সার্চ দেয়ার পর তিনজন বিখ্যাত জাফরের তালিকা এসেছে উইকিপিডিয়াতে।
জাফর' লিখে সার্চ দেয়ার পর তিনজন বিখ্যাত জাফরের তালিকা এসেছে উইকিপিডিয়াতে।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ডাঃ জাফর উল্লাহ্ চৌধুরীর বয়স ৩০ বছর।
একই সময়ে আশির দশকের জনপ্রিয় নায়ক প্রয়াত জাফর ইকবালের বয়স ২০ বছর।
এবং বর্তমানে জনপ্রিয় লেখক ডঃ জাফর ইকবালের বয়স ১৯ বছর।
একই সময়ে আশির দশকের জনপ্রিয় নায়ক প্রয়াত জাফর ইকবালের বয়স ২০ বছর।
এবং বর্তমানে জনপ্রিয় লেখক ডঃ জাফর ইকবালের বয়স ১৯ বছর।
উপরের দুইজন জাফরের নামের পাশে লিখা আছে মুক্তিযদ্ধা।
কিন্তু লেখক জাফর ইকবালের নামের পাশে মুক্তিযোদ্ধা শব্দটি লিখা নাই।
কিন্তু লেখক জাফর ইকবালের নামের পাশে মুক্তিযোদ্ধা শব্দটি লিখা নাই।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ যখন শুরু হয়েছে, তখনকার সময়ের সৃত্মি উল্লেখ করে ডঃ জাফর ইকবাল উনার লিখায় উল্লেখ করেন
- আমি যাত্রবাড়ীতে একটা পরিবারের সাথে ছিলাম, সেই পরিবারে অনেকগুলো শিশু বাচ্চা। যখন যুদ্ধ পুরো মাত্রায় চলছে তখন একেবারে কানের কাছে গোলাগুলির শব্দ, শেলিংয়ের শব্দ। বাইরে কারফিউ কোথাও যাবার উপায় নেই। তখন বাসার সামনে একটি ট্রেঞ্চ কাটা হলো। যখন শেলিংয়ের শব্দ অসহ্য মনে হয় তখন বাচ্চাগুলোকে নিয়ে কম্বল মুড়ি দিয়ে ট্রেঞ্চে বসে থাকি।
(ডিসেম্বরের স্মৃতি ll মুহম্মদ জাফর ইকবাল)
- আমি যাত্রবাড়ীতে একটা পরিবারের সাথে ছিলাম, সেই পরিবারে অনেকগুলো শিশু বাচ্চা। যখন যুদ্ধ পুরো মাত্রায় চলছে তখন একেবারে কানের কাছে গোলাগুলির শব্দ, শেলিংয়ের শব্দ। বাইরে কারফিউ কোথাও যাবার উপায় নেই। তখন বাসার সামনে একটি ট্রেঞ্চ কাটা হলো। যখন শেলিংয়ের শব্দ অসহ্য মনে হয় তখন বাচ্চাগুলোকে নিয়ে কম্বল মুড়ি দিয়ে ট্রেঞ্চে বসে থাকি।
(ডিসেম্বরের স্মৃতি ll মুহম্মদ জাফর ইকবাল)
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর ডাঃ জাফর উল্লাহ্ কি করেছেন জানেন?
- ১৯৬৪ সালে ডিএমসি থেকে এমবিবিএস ও ১৯৬৭ সালে বিলেতের রয়্যাল কলেজ অব সার্জনস থেকে জেনারেল ও ভাস্কুলার সার্জারিতে এফআরসিএস প্রাইমারি পরীক্ষায় উত্তীর্ণ হন। কিন্তু চূড়ান্ত পর্ব শেষ না করে মুক্তিযুদ্ধে অংশ নিতে দেশে ফিরে আসেন।
পাকিস্তানি বাহিনীর নির্মমতার প্রতিবাদে লন্ডনের হাইড পার্কে যে কয়েকজন বাঙালি পাসপোর্ট ছিঁড়ে আগুন ধরে রাষ্ট্রবিহীন নাগরিকে পরিণত হয়েছিলেন তাদের একজন ডা. চৌধুরী।
তারপর বৃটিশ স্বরাষ্ট্র দপ্তর থেকে ‘রাষ্ট্রবিহীন নাগরিকের’ প্রত্যয়নপত্র নিয়ে সংগ্রহ করেন ভারতীয় ভিসা।
- ১৯৬৪ সালে ডিএমসি থেকে এমবিবিএস ও ১৯৬৭ সালে বিলেতের রয়্যাল কলেজ অব সার্জনস থেকে জেনারেল ও ভাস্কুলার সার্জারিতে এফআরসিএস প্রাইমারি পরীক্ষায় উত্তীর্ণ হন। কিন্তু চূড়ান্ত পর্ব শেষ না করে মুক্তিযুদ্ধে অংশ নিতে দেশে ফিরে আসেন।
পাকিস্তানি বাহিনীর নির্মমতার প্রতিবাদে লন্ডনের হাইড পার্কে যে কয়েকজন বাঙালি পাসপোর্ট ছিঁড়ে আগুন ধরে রাষ্ট্রবিহীন নাগরিকে পরিণত হয়েছিলেন তাদের একজন ডা. চৌধুরী।
তারপর বৃটিশ স্বরাষ্ট্র দপ্তর থেকে ‘রাষ্ট্রবিহীন নাগরিকের’ প্রত্যয়নপত্র নিয়ে সংগ্রহ করেন ভারতীয় ভিসা।
এই বিষয়ে জাহানারা ইমাম তার ‘একাত্তরের দিনগুলি’র ১৬১-১৬২ পৃষ্ঠায় ডা. জাফরুল্লাহ চৌধুরীকে নিয়ে লিখেছেন-
‘চেনা হয়ে উঠেছে ড. জাফরুল্লাহ চৌধুরী, ডা. এমএ মোবিন। এরা দুজনে ইংল্যান্ডে এফআরসিএস পড়ছিল। ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে বিলেতে চার বছর হাড়ভাঙা খাটুনির পর যখন এফআরসিএস পরীক্ষা মাত্র এক সপ্তাহ পরে, তখনই বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু। ছেলে দুটি পরীক্ষা বাদ দিয়ে বাংলাদেশ আন্দোলনে অংশ নিলো, পাকিস্তানি নাগরিকত্ব বর্জন করলো, ভারতীয় ট্রাভেল পারমিট যোগাড় করে দিল্লিগামী প্লেনে চড়ে বসলো। উদ্দেশ্য ওখান থেকে কলকাতা হয়ে রণাঙ্গনে যাওয়া। প্লেনটা ছিল সিরিয়ান এয়ারলাইন্স-এর। দামাস্কাসে পাঁচ ঘণ্টা প্লেন লেট, সবযাত্রী নেমেছে। ওরা দুইজন আর প্লেন থেকে নামে না। ভাগ্যিস নামেনি। এয়ারপোর্টে এক পাকিস্তানি কর্নেল উপস্থিত ছিল ওই দুইজন ‘পলাতক পাকিস্তানি নাগরিককে’ গ্রেপ্তার করার জন্য।
প্লেনের মধ্য থেকে কাউকে গ্রেপ্তার করা যায় না, কারণ প্লেন হলো ইন্টারন্যাশনাল জোন। দামাস্কাসে সিরিয়ান এয়ারপোর্ট কর্মকর্তা ওদের দুইজনকে জানিয়েছিল- ওদের জন্যই প্লেন পাঁচ ঘণ্টা লেট। এমনিভাবে ওরা বিপদের ভেতর দিয়ে শেষ পর্যন্ত মে মাসের শেষাশেষি সেক্টর টু রণাঙ্গনে গিয়ে হাজির হয়েছে।’
(তথ্যঃ কাফি কামাল- কে এই জাফরুল্লাহ চৌধুরী)
‘চেনা হয়ে উঠেছে ড. জাফরুল্লাহ চৌধুরী, ডা. এমএ মোবিন। এরা দুজনে ইংল্যান্ডে এফআরসিএস পড়ছিল। ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে বিলেতে চার বছর হাড়ভাঙা খাটুনির পর যখন এফআরসিএস পরীক্ষা মাত্র এক সপ্তাহ পরে, তখনই বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু। ছেলে দুটি পরীক্ষা বাদ দিয়ে বাংলাদেশ আন্দোলনে অংশ নিলো, পাকিস্তানি নাগরিকত্ব বর্জন করলো, ভারতীয় ট্রাভেল পারমিট যোগাড় করে দিল্লিগামী প্লেনে চড়ে বসলো। উদ্দেশ্য ওখান থেকে কলকাতা হয়ে রণাঙ্গনে যাওয়া। প্লেনটা ছিল সিরিয়ান এয়ারলাইন্স-এর। দামাস্কাসে পাঁচ ঘণ্টা প্লেন লেট, সবযাত্রী নেমেছে। ওরা দুইজন আর প্লেন থেকে নামে না। ভাগ্যিস নামেনি। এয়ারপোর্টে এক পাকিস্তানি কর্নেল উপস্থিত ছিল ওই দুইজন ‘পলাতক পাকিস্তানি নাগরিককে’ গ্রেপ্তার করার জন্য।
প্লেনের মধ্য থেকে কাউকে গ্রেপ্তার করা যায় না, কারণ প্লেন হলো ইন্টারন্যাশনাল জোন। দামাস্কাসে সিরিয়ান এয়ারপোর্ট কর্মকর্তা ওদের দুইজনকে জানিয়েছিল- ওদের জন্যই প্লেন পাঁচ ঘণ্টা লেট। এমনিভাবে ওরা বিপদের ভেতর দিয়ে শেষ পর্যন্ত মে মাসের শেষাশেষি সেক্টর টু রণাঙ্গনে গিয়ে হাজির হয়েছে।’
(তথ্যঃ কাফি কামাল- কে এই জাফরুল্লাহ চৌধুরী)
আমাদের দূর্ভাগ্য কি জানেন?
আমাদের প্রজন্ম কারা দেশের হিরো আর কারা গল্পবাজ তা আজো চিনতে পারলো না!
আমাদের প্রজন্ম কারা দেশের হিরো আর কারা গল্পবাজ তা আজো চিনতে পারলো না!
আমরা মুক্তিযুদ্ধ না করেও মুক্তিযুদ্ধের গল্প বলা ডঃ জাফর ইকবালদের নিয়ে নাচানাচি করতে শিখেছি।
কিন্তু যে মানুষ গুলোর অসীম সাহসী গল্পের কাহিনী লিখে জাফর ইকবালরা আজকে গল্পকার হয়ে উঠেছে তাদের ঠিক মত চিনতে পারলাম না,তাদের মূল্যায়ন করতে পারলাম না।
কিন্তু যে মানুষ গুলোর অসীম সাহসী গল্পের কাহিনী লিখে জাফর ইকবালরা আজকে গল্পকার হয়ে উঠেছে তাদের ঠিক মত চিনতে পারলাম না,তাদের মূল্যায়ন করতে পারলাম না।
"মীর জাফর"দের দেশে "বীর জাফর"রা আজ মূল্যহীন!
Collected
Collected
Saturday, 25 April 2020
বঙ্গবন্ধু বিহিন এ রাষ্ট্র আপনার নয়।
ভুল দেশে জন্ম নিয়েছেন স্যার?
শুধু মাত্র বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকার কারনে কি এই বিদ্বেষ।
বঙ্গবন্ধু বিহিন এ রাষ্ট্র আপনার নয়।
আপনার অগোছালো চুল জৌলুশ হীন চেহারা
অতিপূরনো জীর্ণ পোষাক আধুনিক এ রাষ্ট্রের সাথে বড়ই বেমানান?
স্বাধীনতা যুদ্ধে নিজের জীবন বাজি রেখে মুক্তি সেনাদের জন্য গড়েছিলেন চিকিৎসা ক্যাম্প,,
সেগুলো এখন কেবল ইতিহাস, এ প্রজন্মের কাছে আপনার পরিচয় আপনি আওয়ামী বিরোধী?
বঙ্গবন্ধুর অবর্তমানে আপনাকে বা আপনার সৃষ্টিকে নিয়ে মাথা ঘামানোর সময় এ রাষ্ট্রের নেই।
বুড়ো বয়সে হার না মানা শরীর নিয়ে করোনা সনাক্তের কীট আবিষ্কার করায় রাষ্ট্র আজ আপনাকে এবং আপনার প্রতিষ্ঠান কে মাথায় তুলে রাখার কথা
কিন্তু আপনার পরিচয় যে আপনি খালেদা জিয়ার উপদেষ্টা, এখানে সরকারের মন্ত্রী কিংবা কর্মকর্তা উপস্থিতি বড়ই বেমানান।
তবে সৌভাগ্য আপনার মৃত্যুর পর বঙ্গবন্ধুর কাছে নালিশ করে বলতে পারবেন বঙ্গবন্ধু বৈষম্যহীন যে রাষ্ট্রের জন্য আপনি স্বাধীনতার ডাক দিয়েছিলেন সে রাষ্ট্র এখন কেবলই চাটুকার তৈলবাজ আর দলকানাদের দখলে।
আপনার অগোছালো চুল জৌলুশ হীন চেহারা
অতিপূরনো জীর্ণ পোষাক আধুনিক এ রাষ্ট্রের সাথে বড়ই বেমানান?
স্বাধীনতা যুদ্ধে নিজের জীবন বাজি রেখে মুক্তি সেনাদের জন্য গড়েছিলেন চিকিৎসা ক্যাম্প,,
সেগুলো এখন কেবল ইতিহাস, এ প্রজন্মের কাছে আপনার পরিচয় আপনি আওয়ামী বিরোধী?
বঙ্গবন্ধুর অবর্তমানে আপনাকে বা আপনার সৃষ্টিকে নিয়ে মাথা ঘামানোর সময় এ রাষ্ট্রের নেই।
বুড়ো বয়সে হার না মানা শরীর নিয়ে করোনা সনাক্তের কীট আবিষ্কার করায় রাষ্ট্র আজ আপনাকে এবং আপনার প্রতিষ্ঠান কে মাথায় তুলে রাখার কথা
কিন্তু আপনার পরিচয় যে আপনি খালেদা জিয়ার উপদেষ্টা, এখানে সরকারের মন্ত্রী কিংবা কর্মকর্তা উপস্থিতি বড়ই বেমানান।
তবে সৌভাগ্য আপনার মৃত্যুর পর বঙ্গবন্ধুর কাছে নালিশ করে বলতে পারবেন বঙ্গবন্ধু বৈষম্যহীন যে রাষ্ট্রের জন্য আপনি স্বাধীনতার ডাক দিয়েছিলেন সে রাষ্ট্র এখন কেবলই চাটুকার তৈলবাজ আর দলকানাদের দখলে।
Friday, 24 April 2020
হাসপাতালে পিপিই সরবরাহ শুরু গ্রামীণফোনের
করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় বাস্থ্য অধিদপ্তর নির্বাচিত হাসপাতালে মেডিকেল গ্রেড-মানসম্পন্ন পেশাদার ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী বা পিপিই (সম্পূর্ণ প্রতিরোধমূলক পোশাক, এন৯৫ মাস্ক, গ্লাভ ও গগল) সরবরাহ শুরু করেছে গ্রামীণফোন।
আজ বৃহস্পতিবার থেকে স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় এ কার্যক্রম শুরু করে গ্রামীণফোন। প্রথম ধাপে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ছয় হাজার ইউনিট পিপিই সরবরাহ করা হয়।
এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়ে গ্রামীণফোন বলেছে, করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। এ অবস্থায় পিপিই স্বাস্থ্য সেবাদাতাদের চিকিৎসাসেবা দেওয়ার সময় আক্রান্ত হওয়া থেকে সুরক্ষিত রাখবে।
গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, 'বৈশ্বিক মহামারির এ সময়ে সম্মুখসারির স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা দিতে বাংলাদেশে জরুরি ভিত্তিতে পিপিই সরবরাহ প্রয়োজন। করোনাভাইরাস মোকাবিলায় আমাদের স্বাস্থ্যকর্মীরাই সম্মুখসারিতে রয়েছে। এ সময় সকল ধরনের সহযোগিতা প্রদানে আমরা অঙ্গীকারবদ্ধ। আজকে আমরা প্রথম ধাপের উপকরণ বিতরণ শুরু করেছি এবং ক্রমান্বয়ে বাকি ধাপগুলোও সম্পন্ন করবো।'
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, 'আমরা এক অভূতপূর্ব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। এ অবস্থায় মানসম্পন্ন মেডিকেল গ্রেড পিপিই এবং অন্যান্য প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রীর নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব। গ্রামীণফোনের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই; পাশাপাশি, আমরা অন্যান্য প্রতিষ্ঠানসমূহকেও এ পরিস্থিতি মোকাবিলায় এগিয়ে আসার আহ্বান জানাই।'
Thursday, 23 April 2020
করোনা পজিটিভ কিন্তু রোগী সুস্থ,
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে পারলেও চীন এখন নতুন এক সংকটের মুখোমুখি। দেশটিতে সেরে ওঠা অনেক রোগীর শরীরে এখনো করোনাভাইরাস পাওয়া যাচ্ছে। এমনকি প্রথম দিকে সংক্রমিত রোগীদের কারও কারও ক্ষেত্রে সুস্থ হওয়ার দুই মাস পরও করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসছে।
অনেক রোগীর সেরে ওঠার পর করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছিল
দুই মাস পর পরীক্ষার ফলাফল পজিটিভ আসছে
চীনে গত ৩১ ডিসেম্বর অজ্ঞাত কারণে মানুষের নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার বিষয়টি শনাক্ত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নতুন ভাইরাসটির জিনোম সিকোয়েন্স করার পর গত ৯ জানুয়ারি চীনের বিজ্ঞানীরা জানান, এটি সার্স-করোনাভাইরাসের গোত্রের। এর দুই দিনের মাথায়, ১১ জানুয়ারি করোনার সংক্রমণে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। উহানে ৬১ বছর বয়সী একজন মারা যান। এরপর গতকাল বুধবার পর্যন্ত বিশ্বজুড়ে প্রায় ১ লাখ ৮০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন প্রায় ২৬ লাখ।
অনেক রোগীর সেরে ওঠার পর করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছিল
দুই মাস পর পরীক্ষার ফলাফল পজিটিভ আসছে
চীনে গত ৩১ ডিসেম্বর অজ্ঞাত কারণে মানুষের নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার বিষয়টি শনাক্ত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নতুন ভাইরাসটির জিনোম সিকোয়েন্স করার পর গত ৯ জানুয়ারি চীনের বিজ্ঞানীরা জানান, এটি সার্স-করোনাভাইরাসের গোত্রের। এর দুই দিনের মাথায়, ১১ জানুয়ারি করোনার সংক্রমণে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। উহানে ৬১ বছর বয়সী একজন মারা যান। এরপর গতকাল বুধবার পর্যন্ত বিশ্বজুড়ে প্রায় ১ লাখ ৮০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন প্রায় ২৬ লাখ।
কিন্তু যে চীন থেকে সংক্রমণ বিশ্বজুড়ে ছড়িয়েছে, সেখানে অবস্থার উন্নতি হতে শুরু করেছে। গতকাল পর্যন্ত টানা তিন দিন ধরে করোনায় দেশটিতে কেউ মারা যায়নি। কিন্তু পরিস্থিতির উন্নতি ঘটলেও চীনের চিকিৎসক ও বিজ্ঞানীদের এখন নতুন এক সংকট মোকাবিলা করতে হচ্ছে। দেশটিতে এরই মধ্যে সেরে ওঠা রোগীদের অনেকের শরীরে করোনাভাইরাস পাওয়া যাচ্ছে। এমনকি প্রথম দিকে যাঁরা আক্রান্ত হয়েছিলেন, সেরে ওঠার পর দুই মাস পেরিয়ে গেলেও তাঁদের অনেকের করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসছে।
উহানের চিকিৎসকেরা বলছেন, দিন দিন এমন রোগীর সংখ্যা বাড়ছে। এ ধরনের রোগীর মধ্যে কোনো উপসর্গ থাকে না। কিন্তু পরীক্ষা করলে দেখা যাচ্ছে তাঁদের শরীরে করোনাভাইরাস রয়েছে। চিকিৎসকেরা বলছেন, অনেক রোগীর ক্ষেত্রেই সেরে ওঠার পরপর করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছিল। কিন্তু তার ৭০ দিন পর আবার পরীক্ষা করে ফলাফল পজিটিভ পাওয়া যাচ্ছে। অনেকের ৫০-৬০ দিন পর পরীক্ষা করেই ফলাফল পজিটিভ আসছে।
চীনের কর্তৃপক্ষ অবশ্য এ পর্যন্ত ঠিক কত সংখ্যক এ ধরনের রোগী শনাক্ত হয়েছে, তা স্পষ্ট করে জানায়নি। তবে দেশটির সংবাদমাধ্যম ও বিভিন্ন হাসপাতালের তথ্যমতে, এ সংখ্যা নেহাত কম নয়।
শুধু চীনেই নয়, দক্ষিণ কোরিয়ায়ও অন্তত ১ হাজার রোগীর সেরে ওঠার চার সপ্তাহ বা তার বেশি সময় পরও করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। ইতালিতেও অনেক রোগীর সেরে ওঠার এক মাস পর করোনার ফলাফল পজিটিভ এসেছে পরীক্ষায়।
তবে এমনটা কেন হচ্ছে, তার যথাযথ ব্যাখ্যা এখনো খুঁজে পাননি বিজ্ঞানীরা। চীনের জিনিনতান হাসপাতালের প্রেসিডেন্ট ঝ্যাং দিংইউ শুধু বলেছেন, এই সংকট দিনে দিনেই বড় হচ্ছে। উহানের এই হাসপাতালে করোনা সংক্রমিত সবচেয়ে সংকটাপন্ন রোগীদের চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে উহানের ঝংনান হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট ইউয়ান ইউফেং বলেন, সার্স রোগের প্রাদুর্ভাবের সময় এমনটা দেখা যায়নি। খবর রয়টার্স
COVID 19 BANGLADESH
Confirmed
4,186
|
Recovered
108
|
Deaths
127
|
Worldwide
Confirmed
2,639,243
|
Recovered
715,734
|
Deaths
183,820
|
Subscribe to:
Posts (Atom)